খায়রুল আনাম,
বীরভূম : রামপুরহাটে রাজমিস্ত্রীর কাজ শেষে নলহাটির সোনারকুণ্ডু গ্রামের ২৭ বছরের যুবক অজিত লেট বাড়ি ফেরার পথে ব্রাহ্মণী নদীর জলের তোড়ে ভেসে যান শনিবার। দুর্ঘটনার খবর পেয়েই নলহাটি-১ বিডিও মধুমিতা ঘোষ রাত্রেই পৌঁছে যান দুর্ঘটনাস্থলে। পুলিশ প্রশাসনের আধিকারিকরাও ঘটনাস্থলে যান। সিভিক ভলান্টিয়াররা তাকে জলে নামতে নিষেধ করলেও তিনি তা শোনেননি বলে বলা হয়। বিপর্যয় মোকাবিলা দপ্তরের লোকজন স্পীডবোট নিয়ে অনুসন্ধানে নেমেও নিখোঁজের সন্ধান পাননি। রবিবার টানা তল্লাশি চালিয়ে বিপর্যয় মোকাবিলা দপ্তরের লোকজন অজিত লেটের মৃতদেহটি উদ্ধারে সমর্থ হলেন। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি নিয়ে যাওয়া হয়েছে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে।।