আউসগ্রাম-২ নং ব্লকে তৃণমূল মহিলা কংগ্রেসের সম্মেলন

Spread the love

আউসগ্রাম-২ নং ব্লকে তৃণমূল মহিলা কংগ্রেসের সম্মেলন

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, আউসগ্রাম, পূর্ব বর্ধমান

ধীরে ধীরে এগিয়ে আসছে অষ্টাদশ লোকসভা নির্বাচন। নিজ নিজ সাংগঠনিক ক্ষমতা অনুযায়ী প্রতিটি রাজনৈতিক দল শুরু করে দিয়েছে প্রস্তুতি। চলছে দেওয়াল লিখনের কাজ। বিভিন্ন আঙ্গিকে চলছে জনসংযোগ। তারই অঙ্গ হিসাবে ২৪ শে মার্চ আউসগ্রাম-২ নং মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে গেঁড়াইয়ে অনুষ্ঠিত হলো মহিলা সম্মেলন। সৌজন্যে  আউসগ্রাম-২ নং ব্লকের তৃণমূল ব্লক সভাপতি লালন সেখ। প্রচণ্ড গরম ও রোজার উপোষকে উপেক্ষা করে সম্মেলনে ভিড় হয় যথেষ্ট।

একশ দিনের কাজের বকেয়া, আবাস যোজনা সহ বিভিন্ন ক্ষেত্রে কিভাবে কেন্দ্রের বিজেপি পরিচালিত সরকার এই রাজ্যের গরীব মানুষদের সঙ্গে বঞ্চনা করে চলেছে তথ্য সহকারে সেটি প্রত্যেক বক্তা তুলে ধরেন। পাশাপাশি এই রাজ্যের মহিলাদের উন্নতির জন্য মমতা ব্যানার্জ্জী কী করেছেন সেই তথ্য সামনে এনে আসন্ন লোকসভা ভোটে বোলপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী অসিত মালকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আহ্বান জানান। 

  একের পর এক উদাহরণ সামনে এনে কেন তৃণমূলকে মহিলারা ভোট দেবেন সেই বিষয়ে সবিস্তারে আলোচনা করেন ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী অর্চনা রায়। একইসঙ্গে বিজেপি নেতৃত্বকে তিনি চরম আক্রমণ করেন।

আউসগ্রাম-২ নং ব্লক তৃণমূল সভাপতি লালন সেখ বলেন - 'দিদি' সাধারণ মানুষের জন্য, মহিলাদের জন্য দিনরাত পরিশ্রম করে চলেছেন। লোকসভা ভোটে আমাদের দলীয় প্রার্থী যাতে আউসগ্রাম-২ নং ব্লক থেকে কমপক্ষে কুড়ি হাজার ভোটে 'লিড' পান তারজন্য প্রত্যেক কর্মীকে সচেষ্ট হতে হবে। তিনি মতুয়া থেকে শুরু করে জয়গুরু সম্প্রদায়, এসসি, এসটি সহ হিন্দু-মুসলিম সর্বধর্ম সমন্বয়ের উপর গুরুত্ব দেন। 

মহিলা মহাসঙ্ঘের রাজ্য নেত্রী মুনমুন দাস তার সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে মমতা ব্যানার্জ্জী রাজ্যের মহিলাদের জন্য কী কী কাজ করেছেন সেটা তুলে ধরেন। তিনি গর্বের সঙ্গে বলেন মমতা ব্যানার্জ্জীর জন্যেই এই রাজ্যের মহিলারা অনেকটাই স্বনির্ভর।

স্থানীয় বিধায়ক অভেদানন্দ থাণ্ডার বলেন – বোলপুর লোকসভা কেন্দ্রে আমাদের জয় নিয়ে কোনো সংশয় নাই। একটাই লক্ষ্য গতবারের থেকে জয়ের মার্জিন আরও বৃদ্ধি করা। আমি নিশ্চিত আমাদের সমস্ত স্তরের নেতা-কর্মীরা এব্যাপারে যথেষ্ট সচেতন আছে।

 আজকের সম্মেলনে উপস্থিত ছিলেন আউসগ্রাম-২ নং ব্লকের সাতটি অঞ্চলের তৃণমূল পঞ্চায়েত প্রধান ও অঞ্চল সভাপতি সহ ব্লকের স্বয়ম্ভর গোষ্ঠী, আইসিডিএস,  আশার কর্মী সহ মহিলা মহাসঙ্ঘের রাজ্য নেত্রী মুনমুন দাস এবং পঞ্চায়েত সমিতির সভানেত্রী মমতা বারুই, ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী অর্চনা রায়, তৃণমূল নেত্রী 

নন্দিতা ঘোষ, জেলা পরিষদের সদস্যা মুনমুন মুখার্জ্জী, জেলা নেতা শান্তা প্রসাদ চৌধুরী, যুব নেতা সেখ সঞ্জু সহ আউসগ্রাম-২ নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সেখ লালন ও বিধায়ক অভেদানন্দ থাণ্ডার সহ আরও অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *