আজ পূর্ব বর্ধমান জেলা আইনি পরিষেবা কেন্দ্রের উদ্যোগে বর্ধমান সহযোদ্ধার সহযোগিতায় নালসা দিবস পালন করা হয়।
এদিন মানব পাচারে ভুল বুঝিয়ে বিয়ে করার নাম করে পাচার করে দেবার উদ্দেশ্যে রচিত পথনাটিকার মাধ্যমে প্রথমে বর্ধমান রেলস্টেশন, পরে বাল্যবিবাহ নিয়ে বিজয় রাম প্রভৃতি এলাকায় সচেতনতা মূলক অনুষ্ঠান করা হয় |
নারী পাচার ,পণপ্রথা, বাল্যবিবাহ, যৌন নির্যাতন প্রমুখ বিষয়ে পথনাটিকা এবং শ্রুতি নাটকের মাধ্যমে সচেতন করা হয়।
উপস্থিত ছিলেন জেলা আইনে পরিষেবা কেন্দ্রের সচিব সুতপা মল্লিক, বর্ধমান সহযোদ্ধার সভাপতি জগন্নাথ ভৌমিক, বিশ্বজিৎ মল্লিক প্রমুখ।
এই পথ নাটিকায় বিশেষভাবে নজর কেড়েছে মানব পাচার নিয়ে চরিত্রে অংশগ্রহণ করা সহযোদ্ধার সদস্য সুচিত্রা মাল, দেবনাথ মুখার্জি,যমুনা চ্যাটার্জী সহ অন্যান্য চরিত্রগুলিতে। এছাড়াও বাল্যবিবাহ শুভ্রা ভট্টাচার্য, সুচিত্রা মাল, সৌমিত্র হাজরা এবং দেবনাথ মুখার্জির দৃষ্টান্তমূলক অভিনয় সকলের মন জয় করেছে। পাশাপাশি শ্রুতি নাটকে অভিজিৎ দাশগুপ্ত,শুভ্রা ভট্টাচার্য,রিংকু দের পরিবেশনা সকলের দৃষ্টি আকর্ষণ করেছে।
এই দিন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব সুতপা মল্লিক মহাশয়া তার বক্তব্যে জানান, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ সারা বছর বিভিন্নভাবে সাধারণ মানুষের জন্য আইনি পরামর্শ দিয়ে থাকে। কিভাবে সমস্যায় পড়লে আইনি সহযোগিতা নেওয়া যায় অথবা সতর্ক হওয়া যায় সেই বিষয়েও তিনি আলোকপাত করেন।