দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ মন্দিরে সেবায়েত মন্ডলী ট্রাস্টি বোর্ড কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা কমিটি সদস্যদের নিয়ে একটি বাৎসরিক সাধারণ সভার আয়োজন হয় | উপস্থিত ব্রহ্মচারী রীতেন ভাই সভাপতি ব্রহ্মচারী মুরাল ভাই সাধারণ সম্পাদক ও অন্যান্য সদস্যবৃন্দ আদ্যাপীঠ বালক আশ্রমের অক্রুর চন্দ্র চৌধুরী মেমোরিয়াল হলে | আজকেই এই হলটির আনুষ্ঠানিক উদ্বোধন হয় | ছবি সুবল সাহা