আমার সব পেয়েছির জগৎ
শ্রীপর্না রায় (নিউ ব্যারাকপুর)
ছোট্ট বেলায় মা বাবাকে বলতাম
আমার কেনো একটা ভাই নেই,
মা বলতো তোর আদর কমে যাবে তাই
আমি বলতাম কমুক,তবু আমার চাই….
মা বাবা আর আমি,আমাদের ছোট্ট সংসার,
বাবার আদরে আর মায়ের শাসনে….
ইচ্ছে ডানায় সব পেয়েছির জগৎ আমার,
চাওয়া পাওয়ার মাঝে ছিলো শুধু সময়ের ফারাক….
সব মেয়েদের মতন আমারও জীবনে একদিন…
এলো বাঁক,বদলে যাওয়া সংসারে মানিয়ে নেওয়া,
জীবন সঙ্গী আর একঝাঁক নতুন মুখের প্রিয়জন,
জীবনে প্রথম সবকিছু ভাগ করে নিতে শিখলাম…
সাহস করে একদিন মা বাবাকেও নিয়ে এলাম সাথে….
দু জোড়া বাবা মায়ে শ্বশুর বাড়ি বাপের বাড়ি হলো
একছাদে এক হাড়িতে মিলেমিশে একাকার আমার,
দিন বয়ে চললো সুখ দুঃখে মান অভিমানে জমজমাট।
তারপর বছর চারেক বাদে এক বাবার চলে যাওয়া..
এক দমকায় আগোছালো করে দিলো সবটাই আমার,
প্রিয়জন বিয়োগের অসহনীয় যন্ত্রনা সেই প্রথম…
অনেক যত্নে ধীরে ধীরে আবারও সব গুছিয়ে নেওয়া।
আবার বছর চারেক পর এলো আরও এক আঘাত,
জন্মদাত্রী মায়ের বলা নেই কওয়া নেই হঠাৎ,
সবাইকে কাঁদিয়ে তড়িঘড়ি অমৃতলোকে চলে যাওয়া…
আমার সব মুশকিল আসান এখন শুধুই ছবি….
বাবার শরীরটাও একদম ভালো নেই সেইদিন থেকেই,
বউ নেওটা তো, শুধু বলে তোর মা ডাকছে…
আমি ধমক দিই,তোমারও এত তাড়াহুড়ো কেনো বাবা..
তবু বড্ড ভয় হয়,খুব ছোট্ট বেলার ভালোবাসা যে…