“ইনকিলাব জিন্দাবাদ”
শ্রী সমরেন্দু চক্রবর্ত্তী
স্পর্ধিত এক আঠারোর ছবি —
অন্তরে প্রবহমানা বদল ভাবনা!
বৈপ্লবিক চেতনায় রাঙা মুখ,
শিহরিত দেহে স্বাধীন উন্মাদনা!
শোষণ দীর্ণ দোমড়ানো সমাজ
পরিবর্তনে উত্তোলিত মুষ্ঠিবদ্ধ হাত,
আজও চেতনায় তোলে ঝড় —
মার্ক্স, লেনিন, মাও, মানবেন্দ্রনাথ।
ধর্ম আফিমে নেশাগ্রস্ত বিবেক —
ভুলেছে লোকায়ত দর্শন, চার্বাকবাদ!
মেকি-স্বাধীন জয়ধ্বজ উচ্চে তুলি
করে অভিনয় — মানেনা যুক্তিবাদ।
বিপ্লব গলিঘুঁজি খুঁজে মরে, চলে
প্রতিবাদ রাজপথে আড়ালে উগ্রতায়!
বিকল্প সমাজ ভাবনা শুকায়
হত্যারক — ধ্বংসাত্মক কর্ম ধারায়!
অপেক্ষায় জাতি- অসহায় জনগণ
ফেলিছে বিবর্ণ ফুসফুসের শ্বাস —
শতসহস্র চাষি, মজদুর, হুজুরের
দাসদাসী সবে ফেলেছে শেষনিঃশ্বাস
তোমার বিপ্লব তবুও থামেনি —
ক্ষুধার্ত স্বপ্নজালেও একথাল ভাত!
ধর্মঘরে নিঃসহায় মাথাকুটে মরে —
মিথ্যার পদতলে করে প্রণিপাত।
কুসংস্কারাচ্ছন্ন মুখ-বিপ্লবী দল যত
স্বার্থান্বেষী রাজনীতির করে বেসাতী,
নির্বাচনে খোলে মিথ্যার ঝাঁপি —
তারা জনগণে বিলায় প্রতিশ্রুতি —
ক্ষমতালোভী ঘুরঘুর করে দুয়ারে-দুয়ারে —
জোড়হাতে ভোট ভীক্ষা করে —
ভোট-উৎসব শেষে- ক্ষমতার চেয়ারে,
মিলায় প্রতিশ্রুতির ফুলঝুরি জ্বলেপুড়ে।
বয়স্ক সমাজতন্ত্র- আজ জনগণতন্ত্র,
গোপনে বুর্জোয়া তোষণকারী ষড়যন্ত্র!
স্বজনপোষণ, স্বার্থপরতা যৌনতার প্রাধান্য,
বিপ্লবী ভুলেছে – বিপ্লবের অগ্নিমন্ত্র!
সভ্যতার আঙিনায় অপেক্ষায় বিপ্লব —
করোটি নিউরনে বহ্নিমান প্রতিবাদ!
অশিক্ষিত বিপ্লবী আনেনা বিপ্লব,
যতই চেঁচাক’না “ইনকিলাব জিন্দাবাদ”!