মানিক চন্দ্র নায়ক ইলামবাজার ——ইলামবাজার কবি জয় দেব মহাবিদ্যালয় এন সি সি ইউনিটের উদ্যোগে বৃক্ষ রোপন ।——আজ সকাল ৯টার সময় ইলামবাজার কবি জয় দেব মহাবিদ্যালয় প্রাঙ্গনে ৫০/বি এন এন সি সি অধীনে মহাবিদ্যালয়ে এন সি সি ইউনিটের ব্যবস্থা পনায় সুবেদার রমেশ চন্দ্র,হাবিলদার সন্তোষ তামাং,রুপক থাপ্পারের নেতৃত্বে এন সি সি ইউনিটের ছাএ ছাত্রীদের সহযোগীতায় বৃক্ষ রোপন কর্ম সুচি পালন করা হয়। মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মহাদেব দেওয়াশী জানান প্রতি বছরের ন্যায় এবারও মহাবিদ্যালয়ের এন সি সি ইউনিটের উদ্যোগে আজ অরন্য সপ্তাহ পালনের মধ্য দিয়ে বৃক্ষ রোপন কর্ম সুচি পালন করা হল। সুস্থ পরিবেশ গড়ার লক্ষ্যে এই কর্ম সুচি।তিনি আরও জানান দুষিত পরিবেশ আজ মানুষের জীবনে ক্ষতি এনেছে। মানুষ অক্সিজেনের অভাব বোধ করছে।আমরা যদি বৃক্ষ রোপনের মধ্য দিয়ে পরিবেশকে সুস্থ রাখি তা হলে মানুষ রোগ ব্যাধির হাত থেকে রক্ষা পাবে।সবুজায়ন নষ্ট করলে চলবে না।আজ সবুজায়নের অভাবে আকাশে বৃষ্টির ঘারতি দেখা দিয়েছে।তাই প্রত্যেক সংস্থার উদ্যোগে বৃক্ষ রোপনের মধ্য দিয়ে সবুজায়ন গড়ে তোলা উচিত। এদিন এন সি সি হাবিলদার সন্তোষ তামাং রুপক থাপ্পারে জানান প্রত্যেকটি মহা বিদ্যালয়ে আমরা এন সি সি ইউনিটের ছাএ ছাত্রীদের উদ্যোগে বৃক্ষ রোপনের কর্ম সুচি পালন করছি।একটি গাছ একটি প্রান। বৃক্ষ রোপনের মধ্য দিয়ে আমরা সবুজায়ন গড়ে তুলতে চাই।তাই অরন্য সপ্তাহ পালনের মধ্য দিয়ে আমরা সবুজায়ন গড়ে তুলতে এগিয়ে এসেছি।