ইয়াসের আগেই বৃষ্টিচ্ছল মহানগর
জ্য্যোতিপ্রকাশ মুখার্জি,
করোনা আবহে ইয়াস নামে আসন্ন প্রাকৃতিক দুর্যোগ রাজ্যবাসীর দুশ্চিন্তা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। শনিবার দুপুর থেকে হালকা থেকে মাঝারি মাপের বৃষ্টি হলো মহানগর কলকাতায়।হাওড়া এবং হুগলির একাংশে বৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে -;বুধবার সন্ধেবেলায় এই রাজ্যে আছড়ে পড়বে ঘূর্নিঝড় ইয়াস। প্রথম পর্বে ৪০/৪৫ কিমি ঘন্টায় ঝড় বইবে বৃষ্টি সহ।আগামী ২৬ শে মে ভারি বৃষ্টি চলবে।২৭ মে অতিভারী বৃষ্টি হবে।২৩ শে মে থেকে সমুদ্র উপকূলীয় অঞ্চলের মাঝীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। ইতিমধ্যেই রাজ্য প্রশাসন নবান্নে কন্ট্রোলরুম খুলছে।যার তদারকিতে থাকবেন খোদ মুখ্যমন্ত্রী। ইয়াসের আসার আগেই পুলিশ প্রশাসনের তরফে ব্লক অফিসে সর্তকতা অবলম্বন নিয়ে বৈঠক হয়েছে শনিবার। মাইকিং করে এলাকাবাসীদের কে সর্তকতা করা হচ্ছে।