উজান ধারা সাহিত্যগোষ্ঠী কতৃক শ্রদ্ধায় ও স্মরণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন মুরারই এলাকায়
সেখ রিয়াজুদ্দিন বীরভূম
২১ এ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। জেলার বিভিন্ন প্রান্তের ন্যায় মুরারই এর শিশু পাঠ ভবন ,বাঁশলৈ এলাকায় উজান ধারা সাহিত্য গোষ্ঠীর উদ্যোগেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন এবং অমর ভাষা শহীদদের স্মরণে একটি মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উজান ধারা সাহিত্যগোষ্ঠীর উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য তথা বিশিষ্ট সাহিত্যিক মতিয়ার রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলী সদস্য স্বনামধন্য কবি আব্দুল লতিফ, শিক্ষক সুখেন্দু কাদিয়া, মহম্মদ নিজাম উদ্দিন, পত্রিকার সহ-সভাপতি আবুল কালাম আজাদ, শিক্ষক চঞ্চল শেখ সহ এলাকার সাহিত্যানুরাগী বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন
শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করে উপস্থিত প্রত্যেকে অমর একুশে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন । উদ্বোধনী সংগীত পরিবেশন ও মাউথ অর্গান প্লে করেন শিক্ষক চঞ্চল শেখ। সদ্যপ্রয়াত মুরারই অঞ্চলের বিশিষ্ট বিজ্ঞানী, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ডক্টর মুনকির হোসেন ও বিশিষ্ট সংগীত শিল্পী ও সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম নেতৃত্ব প্রতুল মুখোপাধ্যায়ের স্মরণে একটি শোক প্রস্তাব পাঠ করেন উজান ধারা পত্রিকার সম্পাদক এমাজদ্দিন সেখ । অমর একুশে শহীদ এর তাৎপর্য সম্পর্কে মনোজ্ঞ বক্তব্য রাখেন আব্দুল লতিফ,চঞ্চল শেখ, মতিয়ার রহমান, আবুল কালাম আজাদ, ভাষা শহীদ সম্পর্কিত একটি স্বরচিত কবিতা পাঠ করেন সম্পাদক শিক্ষক এমাজদ্দিন সেখ। সভাশেষে উজান ধারা পত্রিকার পরবর্তী সংখ্যার প্রকাশকাল বিষয়বস্তু ও কর্মসূচি সম্পর্কে সুনির্দিষ্ট পরিকল্পনা গৃহীত হয় বলে আয়োজকরা জানান।