উত্তরপত্র জালিয়াতি মামলায় এবার ইডি, জানালো কলকাতা হাইকোর্ট
সেখ নিজাম আলম,
বুধবার নবম-দশম শ্রেণির ওএমআর শিট বিকৃতি মামলায় সিবিআইয়ের পাশাপাশি এবার ইডিকে পক্ষভুক্ত করার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্ট এর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুধু তাই নয় এই মামলার তদন্ত এদিন অর্থাৎ বুধ৬ থেকেই শুরু করবে ইডি, নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। কলকাতা হাইকোর্টের নির্দেশেই এই তদন্ত শুরু করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তবে অভিযোগ ছিল নিয়োগ দুর্নীতি মামলায় ‘অযোগ্য’ প্রার্থীরা কখনও না কখনও কাউকে বড় অঙ্কের টাকা দিয়ে চাকরি পেয়েছেন। এই ক্ষেত্রে আর্থিক বেনিয়মের অভিযোগ আছে। তাই এই মামলায় ইডিকে যুক্ত করে তদন্ত করার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।এর পাশাপাশি এদিন তিনি জানান, -‘ ইডির ডিরেক্টরকে তদন্তের দৈনিক রিপোর্ট দিতে হবে’। মামলায় অভিযোগ -‘ নবম-দশম শ্রেণিতে ওএমআর শিট বিকৃত করে ১৮৩ জনকে চাকরির সুপারিশ দেওয়া হয়েছে’। আদালত স্কুল সার্ভিস কমিশন ও মধ্যশিক্ষা পর্ষদের কাছে জানতে চেয়েছিল, এদের মধ্যে কতজন চাকরি করছে? এদিন আদালতে এসএসসি জানায়,-‘ ৮১ জন চাকরি করছেন’। মধ্যশিক্ষা পর্ষদ জানায়,-‘ সুপারিশপত্র পেলেও সবাই চাকরি করছে না। ৮০ জন চাকরি করছেন’।এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, -‘ শূন্যপদে নিয়োগের জন্য আগামী ২১ তারিখের মধ্যে কাউন্সিলিং করাতে হবে। এবং ২৯ তারিখে মধ্যে যোগ্য প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দিতে হবে’।
এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় আরও নির্দেশ দেন, -‘বিকৃত উত্তরপত্র অবিলম্বে স্কুল সার্ভিস কমিশনের ওয়েব সাইটে আপলোড করতে হবে’।এই মামলায় সিবিআইয়ের পাশাপাশি ইডি যুক্ত হওয়ায় অভিযুক্তদের বিপদ আরও বাড়লো বলে মনে করছে ওয়াকিবহাল মহল।