এই প্রচন্ড গরমে বারইপুর শ্রিতম সার্জিক্যাল এর উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন
। আজ ২৮ শে মার্চ ২০২৪ দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে কল্যানপুর বিবিমাতা মন্দির মাঠ প্রাঙ্গনে শ্রীতম সার্জিক্যাল এবং কে,পি,সি মেডিকেল কলেজ হাসপাতালে যৌথ প্রয়াসে ৬-তম রক্তদান ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়।আজকের এই রক্তদান শিবিরে বারুইপুর শ্রীতম সার্জিক্যাল কর্ণধার শৈলেন নস্কর স্ত্রী পাপিয়া নস্কর যৌথ প্রয়াসে অনুষ্ঠিত হয়।আজকে মূলত উপস্থিত ছিলেন যাদবপুর কে,পি,সি মেডিকেল কলেজের হেড সিস্টার বাসন্তী দাস মহাশয়া এবং বারুইপুর শ্রীতম সার্জিক্যাল মার্কেটিং ম্যানেজার সাধন গাইন, এছাড়া আরো অনেক বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন।আজকে এই ৬ই তম রক্তদান শিবিরে বারইপুর অঞ্চলে বহু দূর-দূরান্ত থেকে আসা ১৫০জন রক্তদাতা রক্তদান করেন। শ্রীতম সার্জিক্যাল এর কর্ণধার শৈলেন নস্করের উদ্যোগে শীতকালে ঝাড়গ্রামে অধিবাসীদের জন্য ১০০জন গরিব অসহায় মানুষদের শীতকালীন বস্ত্র ও খাবারদাবার দেওয়ার ব্যবস্থা করেন। এছাড়া বারুইপুর অঞ্চলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করা কৃতি ছাত্র ছাত্রীদের পড়াশোনার জন্য আর্থিক অনুদান ও মানপত্র দেওয়া হয়।বারুইপুর কল্যানপুর বিবিমাতা মন্দিরে বহু গরিব অসহায় মানুষদের অন্য দানেরও ব্যবস্থা করা হয়। বারইপুর থেকে শুভ ঘোষের রিপোর্ট