একলা পথে

Spread the love

একলা পথে


দিলীপ কুমার বিশ্বাস

গা ছমছম ভরদুপুরে দাঁড়িয়ে তেঁতুল তলা,
মাঝেমধ্যে আসছে ভেসে ন্যাকা কথার গলা।
রাস্তাঘাট শুনশান লোকজন কোথাও নাই,
উদাস মনে তাকিয়ে থেকে উঠেছে শুধু হাই।
নড়তে দেখে গাছের পাতা দিচ্ছে গায়ে কাটা,
দেহের শক্তি হারিয়ে ফেলে বন্ধ হয়েছে হাটা।
নীরব হয়ে দাঁড়িয়ে থেকে ঝরছে দেহের
ঘাম,
একলা পথে চলতে গিয়ে বিধি হয়েছে বাম।
ভাবছি না হয় সেখান থেকে একটু যাব সরে,
কেমন যেন পিছন থেকে রেখেছে কেউ ধরে।
কাঁপছে দেহ থরথরিয়ে হারিয়ে মনের বল,
ভয়ের চোটে চোখের কোণে জমছে নোনা জল।
পশুপাখি কীটপতঙ্গ দিচ্ছে না কেউ সাড়া,
দূরে কোথাও পালিয়ে গেছে খেয়ে ভীষন তাড়া।
দিনের বেলা পড়ছে ঢলে দাঁড়িয়ে থেকে একা,
অচেনা এই নির্জন পথে না পেয়ে কারো দেখা।
জানিনা কেউ আসবে কি না ভুলে এ পথ দিয়ে,
ভয় আতঙ্ক কাটিয়ে দিয়ে যাবে আমায় নিয়ে।
বাড়বে জোর বুকের মাঝে সঙ্গে কাউকে পেলে,

এগিয়ে যাব দূর গতিতে পিছনে সব ফেলে।

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *