একাদশ শ্রেণীর নবাগত ছাত্র-ছাত্রীদের বরণ
সেখ সামসুদ্দিন, ৯ আগস্টঃ মেমারি ভি এম ইনস্টিটিউশন ইউনিট ওয়ানের একাদশ শ্রেণীর নবাগত ছাত্র-ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠান করা হয়। বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীরা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের কপালে ফোটা, ফুল ও একটি করে কলম দিয়ে বরণ করে নেয়। এই অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেমারি ১ সমষ্টি উন্নয়ন আধিকারিক শতরূপা দাস। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি আশীষ ঘোষ দস্তিদার, কমিটির সদস্য ডাঃ সেখ কুতুবউদ্দিন, মেমারি রসিক লাল স্মৃতি বালিকা বিদ্যালয়ের দুই শিক্ষিকা, মেমারি বিদ্যাসাগর ভি এম ইনস্টিটিউশন ইউনিট ওয়ানের প্রধান শিক্ষক কেশব কুমার ঘোষাল সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ। এদিনের অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীরা আবৃত্তি, সঙ্গীত, নৃত্য ইত্যাদি পরিবেশন করে অনুষ্ঠানটিকে মনোজ্ঞ করে তোলে।