এপ্রিল ফুলস ডে
:- পিনাকী চৌধুরী।। আজ ১ এপ্রিল, অর্থাৎ হয় আপনি অপরকে যে কোনো উপায়ে বোকা বানিয়েছেন, অথবা স্বয়ং নিজেই বোক বনে গেছেন ! প্রত্যেক গল্পের আড়ালে লুকিয়ে রয়েছে অপর একটি গল্প ! কিন্তু কী সেই কাহিনি, যার জন্য এপ্রিল ফুলস ডে এর সূচনা হয়েছিল ? আসলে ১৬ শতকে জুলিয়ান ক্যালেন্ডার থেকে গ্রেগারী জর্জিয়ান ক্যালেন্ডারে পরিবর্তনের সময়কাল থেকেই এই ১ এপ্রিল উৎযাপন হয়ে থাকে। ১৫৮২ সালে প্রথমবার পয়লা জানুয়ারি থেকে নতুন বছরের সূচনা হয়। কিন্তু তার আগে জুলিয়ান ক্যালেন্ডারের সময়ে ১ এপ্রিল বছরের প্রথম দিন ধরা হত। তবে গ্রেগারী ক্যালেন্ডারের সূচনা হতে তা অনেকেই মেনে নিতে পারেননি। তখনও অনেকেই ১ এপ্রিল বছরের প্রথম দিন বলে মনে করতেন। এরপর প্রচারিত হয় যে, যাঁরা জর্জিয়ান ক্যালেন্ডার না মেনে ১ এপ্রিল নববর্ষ উদযাপন করবেন, তাঁকে ‘ বোকা ‘ বলা হবে। বস্তুতঃ তাঁকে হাসির খোরাকে পরিণত করা হবে ! এই গোটা ঘটনাটাই ছিল কিন্তু ইউরোপ কেন্দ্রিক। সেই থেকেই এপ্রিল ফুলস ডে পালিত হয়ে আসছে।