এক বিংশ তম আন্তর্জাতিক ১১ দিন ব্যাপী ঋষি কুম্ভ ও কুম্ভ মেলার ঋষি সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ব্রহ্মচারী মুরাল ভাই সাধারণ সম্পাদক কাম ট্রাস্টি দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ ও শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজ ঋষিধাম বাঁশখালী ও তুলসীধাম চট্টগ্রাম |এছাড়া আদ্যাপীঠের সহ-সম্পাদক উৎসব ভাই ব্রহ্মচারী বিবেক ভাই ও বহুঋষি মহারাজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৷ ছবি সুবল সাহা |