কোলকাতায় স্বপন দত্ত বাউলকে গুণীজন সংবর্ধনা
২৫ শে জানুয়ারি কোলকাতা প্রেস ক্লাবে এক বেসরকারী সংগঠণের প্রতিষ্ঠা দিবস উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল সাড়ম্বরে । এই মহতী অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন রাষ্ট্রপতির প্রশংসিত বহুমূখী প্রতিভায় সম্মানিত স্বপন দত্ত বাউল । কলকাতা প্রেস ক্লাবে ঐ বেসরকারী সংস্থার পক্ষ থেকে উক্ত অনুষ্ঠানে রাজ্যের জেলায় জেলায় ঘুড়ে নিঃস্বার্থ বিনা পারিশ্রমিকে সমাজ সচেতন, কুসংস্কার কুপ্রথা দূরীকরণ এবং দেশে বিদেশে শান্তি সম্প্রীতির বাউল গানের বার্তায় মুগ্ধ হয়ে স্বপন দত্ত বাউলকে গুণীজন সংবর্ধনা দেওয়া হলো, সংগঠনের সদস্যদের উপস্থিতিতে । সংস্থার প্রতিষ্ঠাতা সৌরভ মুখার্জি সহ সংস্থার সকল সদস্য স্বপন বাউলের সুস্থ সুরক্ষিত ও দীর্ঘায়ূ কামনা করেন । এবং তার নিঃস্বার্থ সমাজসেবা কে সাধুবাদ জানান।