ক্ষুদিরাম স্মরণ পূর্বস্থলীতে

আমিরুল ইসলাম,

১১ ই আগস্ট। আজ থেকে ১১৫ বছর আগে দেশ মাতৃকাকে স্বাধীন করার উদ্দেশ্যে ফাঁসির মঞ্চে হাসতে হাসতে মাত্র ১৮ বছর বয়সে নিজের প্রাণ বিসর্জন দিয়েছিলেন বীর ক্ষুদিরাম বোস। আজ সেই মহান বিপ্লবীর আত্মত্যাগকে স্মরণ করে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হসপিটাল এর উদ্যোগে পূর্বস্থলী টু গভমেন্ট আইটিআই কলেজের পক্ষ থেকে পূর্বস্থলী টু গভমেন্ট আই টি আই কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। রক্তদান জীবন দান এই মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে কলেজে ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেল। আমরা আশা করব আগামী দিনে ও আমাদের ছাত্রছাত্রীরা এই ভাবেই সমাজের পাশে দাঁড়াবে। সমাজ ও পরিবেশের প্রতি আরো বেশি ছাত্র-ছাত্রীদের দায়বদ্ধ করার লক্ষ্যে তাদের হাতে তুলে দেওয়া হয় চারা গাছ।

Leave a Reply