“গণবিস্ফোরণের মধ্য দিয়ে বিপ্লব হবে”- বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী আয়েশা খাতুন

Spread the love

“গণবিস্ফোরণের মধ্য দিয়ে বিপ্লব হবে”- বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী আয়েশা খাতুন

সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- কেন্দ্রের বিজেপি ও রাজ্যের তৃণমূল সরকারের চূড়ান্ত দুর্নীতি , বেসরকারিকরণ, সাম্প্রদায়িকতা, নাগরিকত্ব হরণকারী সিএএ ও জনবিরোধী নীতির বিরুদ্ধে গণ আন্দোলনকে শক্তিশালী করতে লোকসভা নির্বাচনে এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের পক্ষ থেকে সারাদেশে মোট ১৫১ জন প্রার্থীর তালিকা ঘোষণা করা হয়েছে। যারমধ্যে পশ্চিমবঙ্গের ৪২ টি আসনেই প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে।
বীরভূম লোকসভা কেন্দ্রে এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য আয়েশা খাতুন। আজ রবিবার মুরারই এ বাজার এলাকায় দলীয় কর্মীদের নিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন। প্রচার পর্ব চলাকালীন আয়েশা খাতুন বলেন শ্রমিকদের অধিকার অর্জন করে দেওয়া হয়েছে। শ্রমিকদের লড়তে শেখানো হয়েছে। সম্প্রতি আশা আইসিডিএস রন্ধন কর্মীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে তাদের দাবি অ্যাচিভ হয়েছে। স্বাস্থ্য ভবন ঘেরাও কর্মসূচির প্রেক্ষিতে বেতন বাড়াতে বাধ্য হয়েছেন মুখ্যমন্ত্রী। এই আন্দোলনের মধ্য দিয়ে দাবি আদায় হয়েছে। আন্দোলনের মধ্য দিয়ে জনগণের কমিটি গঠন করে গণবিস্ফোরণের মধ্য দিয়ে বিপ্লব হবে। ভোট দিবেন কাকে? একটা আন্দোলনের শক্তিকে ভোট দেবেন না বাহান্ন সাল থেকে যাদেরকে জিতিয়ে আসছেন তাদেরকে? বাড়ি বাড়ি বেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। চিকিৎসা শিক্ষা স্বাস্থ্য প্রভৃতি ক্ষেত্রেই বেসরকারি মালিকানাধীনের হাতে তুলে দেয়া হয়েছে। হাজার হাজার মানুষ আজ পরিযায়ী শ্রমিকের নিযুক্ত হচ্ছে। লড়াই এর মধ্য দিয়ে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা আজকে মুমূর্ষ তথা পচে গেছে। মানুষকে কিছু দিতে পারবে না। আজ গণতন্ত্রকে হত্যা করছে। মানুষের গণতান্ত্রিক অধিকার ভোট দেওয়া সেটাও দিতে পারছে না। সঠিক রাজনীতি, আদর্শের ভিত্তি করে লড়াই করতে হবে। সঠিক নেতৃত্বের মধ্য দিয়ে আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে। কেন্দ্রে বিজেপি ও রাজ্যের তৃণমূল সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে আন্দোলনকে শক্তিশালী করতে ও সংগ্রামী বামপন্থার মর্যাদা রক্ষার্থে সংগ্রামী বামপন্থার প্রতিনিধি গণ আন্দোলনের পরিচিত সৈনিকদের পাশে দাড়ানোর আহ্বান জানান।তাছাড়াও বলেন “ঢাউস ব্যানার, কার্ট আউটের জৌলুসে না ভেসে-আন্দোলনের শক্তি বাড়ান রাজ্যে এবং দেশে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *