জঙ্গলমহলে ক্রীড়া ক্ষেত্রে নতুন দিশা :-

Spread the love

জঙ্গলমহলে ক্রীড়া ক্ষেত্রে নতুন দিশা :-

——— সাধন মন্ডল জঙ্গলমহল বাঁকুড়া:——-প্রাথমিক স্তরের ছাত্র-ছাত্রীদের ক্রীড়া ক্ষেত্রে ভালো ফল করার জন্য এবং বড় হয়ে তারা যাতে দেশের হয়ে খেলতে পারে তার জন্য তৃণমূল স্তর থেকেই তাদের খেলাধুলার প্রতি ঝোঁক বাড়ানো এবং খেলাধুলো কে নিজের জীবনে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখাতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সংসদ সভাপতি ডক্টর বসু মিত্রা সিংহ পান্ডে। এই উপলক্ষে আজ সারেঙ্গা ব্লকের কৃষ্ণপুর গোয়ালডাঙ্গা উচ্চ বিদ্যালয় একটি বিশেষ সভা অনুষ্ঠিত হলো এই সভায় সারেঙ্গা ব্লকের কৃষ্ণপুর গোয়ালডাঙ্গা উচ্চ বিদ্যালয় একটি স্পোর্টস কমপ্লেক্স গড়ে তোলার বিষয়ে দীর্ঘ আলোচনা হয়। এই কমপ্লেক্সের বা শিবিরের প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে সংসদ সভাপতি হলেন বসুমিত্রা সিংহ পান্ডে বলেন জেলায় তিনটি চক্রে আমরা পরীক্ষামূলকভাবে এই কমপ্লেক্স গুলি গড়ে তোলার চেষ্টা করছি এর সফলতা পেলে আগামী দিনে রাজ্য জুড়ে এই ধরনের প্রজেক্ট চালু হবে বলে আমি আশা রাখি। এটা আমাদের পাইলট প্রজেক্ট শিশুদের মধ্যে খেলাধুলার চর্চা বাড়াতে এবং নিয়ম-নীতি ও পদ্ধতি মেনে খেলাধুলার প্রতি আকর্ষণ বাড়াতে এই উদ্যোগ। আমাদের গ্রামাঞ্চলের ছেলেমেয়েরা সঠিক পদ্ধতি মেনে খেলাধুলা করতে না পারার কারণে আমাদের পিছিয়ে পড়তে হয়। যাতে আগামী দিনে কোন বড় প্রতিযোগিতা থেকে আমাদের ছেলে মেয়েরা পিছিয়ে না পড়ে তার জন্য এই পাইলট প্রজেক্ট। এদিনের এই আলোচনা শিবিরে উপস্থিত ছিলেন জেলা স্পোর্টস কোডিনেটর কার্তিক চন্দ্র দে , শান্তি নাথ চক্রবর্তী সহ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের বড়বাবু ও অন্যান্য আধিকারিক বৃন্দ এই কর্মকাণ্ডটিকে সাফল্যমন্ডিত করার জন্য কৃষ্ণপুর গোয়ালডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের শারীর শিক্ষার শিক্ষক সন্দীপবাবু সহ পাশাপাশি কয়েকটি বিদ্যালয়ের শারীর শিক্ষার শিক্ষকবৃন্দ, সারেঙ্গা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সোনালী মুর্মু এবং এই চক্রের সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা বৃন্দ ও শিক্ষক নেতা বাপ্পাদিত্য মন্ডল। আলোচনা সভায় ছাত্র-ছাত্রীদের নিয়ে আগামী একুশে সেপ্টেম্বর থেকে শিবি র চালুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বর্তমান সংসদ সভাপতির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার শিক্ষক-শিক্ষিকা থেকে অভিভাবক অভিভাবিকা বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *