জন গর্জন সভার প্রস্তুতি সভা সারেঙ্গায়
। সাধন মন্ডল, বাঁকুড়া।:——আগামী ১০ই মার্চ কলকাতার ব্রিগেড গ্রাউন্ডে যে জন গর্জন সভার ডাক দিয়েছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তাকে সফল করতে ব্লকে ব্লকে পাড়ায় পাড়ায় প্রস্তুতি সভা শুরু হয়েছে তার এই একটি অঙ্গ সারেঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সারেঙ্গা চৌরাস্তা মোড়ের সামনে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন বাঁকুড়া পৌরসভার পৌর মাতা তথা বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেস নেত্রী অলকা সেন মজুমদার রায়পুর বিধানসভার বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু,সারেঙ্গা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তথা বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতা ধীরেন্দ্রনাথ ঘোষ, সারেঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত মিশ্র, সারেঙ্গা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শেখর রাউত, সারেঙ্গা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি অভিজিৎ বিশ্বাস, সারেঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি কৃষ্ণেন্দু মাহাতো, সারেঙ্গা পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের কর্মাধ্যক্ষ অজিত দাস ধীবর, ব্লক নেতা তারাশঙ্কর মহাপাত্র, যুব নেতৃত্ব তোতন খিলাড়ি, নেতুরপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি স্বপন মন্ডল, সারেঙ্গা পঞ্চায়েত সমিতির সদস্যা বন্দনা মন্ডল সারেঙ্গা ব্লক এলাকার তৃণমূল নেতৃত্ব ও কর্মীবৃন্দ। উপস্থিত নেতৃবৃন্দ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের বঞ্চনার প্রতিবাদে সকলকে বিজেপির বিরুদ্ধে গর্জে ওঠার আহ্বান জানান বিধায়ক মৃত্যুঞ্জয় মূর্মু বলেন কেন্দ্রীয় সরকার আমাদের দেশটাকে বিক্রি করে দিতে চাইছে বিজেপি নামক সরকারটি হিংসার রাজনীতি করছেন পশ্চিমবঙ্গ সরকারের জনদরদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন জনমুখী প্রকল্প গুলি নিয়ে হিংসায় মরছে কেন্দ্রীয় সরকার আবাস যোজনা ১০০ দিনের কাজ সহ বিভিন্ন প্রকল্পে টাকা বন্ধ করে দিয়েছে কিন্তু তাতেও আমাদের দিদিকে থামানো যাবে না আগামী লোকসভা নির্বাচনে বিজেপি কে দেশ থেকে মুছে ফেলতে হবে। এই অঙ্গীকার আমাদের নিতে হবে বলেও উপস্থিত নেতৃত্ব ও কর্মীবৃন্দের কাছে আহ্বান জানান।