জয়রামবাটিতে মা সারদার ১৭০তম জন্মতিথি

Spread the love

শুভদীপ ঋজু মন্ডল,

বাঁকুড়ার জয়রামবাটি মাতৃ মন্দিরে যথাযোগ্য মর্যাদায় শ্রী শ্রী মা সারদা দেবীর ১৭০ তম জন্ম দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হল। এছাড়া জেলার বিভিন্ন প্রান্তে যেমন কোতুলপুর শ্রীমা সারদা পাঠ চক্রের উদ্যোগে মা সারদা দেবীর ১৭০ তম জন্মদিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হল। সকাল থেকেই পুজোপাঠ ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে দিনটি শ্রদ্ধার সঙ্গে পালন করলেন এলাকার ভক্তবৃন্দ। এদিন এই উপলক্ষে দুপুরে কয়েক হাজার মানুষ প্রসাদ গ্রহণ করলেন ।একভক্ত আশীস চ্যাটার্জী বলেন ভোর থেকে মঙ্গল আরতির মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের সূচনা হয়। প্রতিবছর এই দিনটি যথাযথ মর্যাদায় পালিত হয়ে থাকে। অন্যদিকে সারেঙ্গা রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের পক্ষ থেকে ও দিন টি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় খাতাড়ার সন্নিকটে কাঁকড়াদাড়া গ্রামের কাছে বিশ্বপ্রেমিক সংঘ কেলাতি আশ্রমে দিনটি শ্রদ্ধা সহকারে পালিত হয়। শ্রী শ্রী মা, ঠাকুর ও স্বামীজীর প্রতিকৃতিতে মাল্যদান ও মঙ্গল আরতীর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় সূচনা করেন আশ্রমের অধ্যক্ষ স্বামী রাঘবানন্দজী মহারাজ। দুপুরে কয়েকশো ভক্ত প্রসাদ গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *