জাতীয় লোক আদালত বসলো কালনায়

Spread the love

প্রায় ২৩ লক্ষ আদায় হলো কালনা আদালতে 

মোল্লা জসিমউদ্দিন টিপু,

  ; সারাদেশের বিভিন্ন আদালতের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমা আদালতে জাতীয় লোক আদালত বসে।গত শনিবার এই লোক আদালতে দুটি বেঞ্চ বসেছিল।সাতশোর বেশি মামলার শুনানি চলে সারাদিন ব্যাপি। বিভিন্ন ব্যাংকের ঋণখেলাপীদের কাছ থেকে প্রায় ২৩ লক্ষ টাকা উঠে আসে। কালনা মহকুমা আদালতে অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক রাজেশ চক্রবর্তীর নেতৃত্বে এক বেঞ্চে গুরুত্বপূর্ণ মামলা গুলির শুনানি ও নিস্পত্তি ঘটে।এছাড়া অপর বেঞ্চের দায়িত্বে ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা ( ফাস্ট ট্র্যাক) বিচারক সংযুক্তা সেনগুপ্ত। কালনা মহকুমা আইনী পরিষেবা কেন্দ্রের সেক্রেটারি  রনজয় মুখার্জি  জানান -” সুপ্রিম কোর্টের নির্দেশে জমে থাকা মামলার দ্রুত নিস্পত্তি ঘটাতে আইনী পরিষেবা কেন্দ্রের পরিচালনায় জাতীয় লোক আদালত চলছে” 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *