‘জুয়েল ইন দ্য লোটাস’ হিন্দু ধর্মের নিগুঢ় ‘জুয়েল ইন দ্য লোটাস’ হিন্দু ধর্মের নিগুঢ় তত্ত্ব,,
বই প্রকাশ অনুষ্ঠান
২০শে এপ্রিল ২০২৪, শনিবার কলকাতা সত্যজিৎ রায় অডিটোরিয়াম (ICCR) এ অনুষ্ঠিত হল শ্রী এম-এর লেখা বই, ‘জুয়েল ইন দ্য লোটাস’।
শ্রী এম একজন যোগী। তিনি মধুকর নাথ নামেও পরিচিত। শ্রী এম একজন আধ্যাত্মিক পথপ্রদর্শক, সমাজ সংস্কারক এবং শিক্ষাবিদ, তিনি ‘সৎসঙ্গ ফাউন্ডেশন’ এর প্রধান।
২০১১ সালে, তিনি তাঁর আত্মজীবনীমূলক বই লিখেছিলেন, ‘হিমালয়বাসী গুরুর ছত্রছায়ায় এক যোগীর আত্মকথা’। যা তাৎক্ষণিক ভাবে বেস্টসেলার হয়ে ওঠে। বছরের পর বছর ধরে, তাঁর মিশন বেশ কয়েকটি স্কুল, সৎসঙ্গ স্বাস্থ্য কেন্দ্রে সামগ্রিক এবং ব্যাপক ভাবে মানুষকে সাশ্রয়ী মূল্যের স্বাস্থ্যসেবা প্রদান করে। একই সঙ্গে মানব একতা মিশন এবং সর্বধর্ম কেন্দ্র, যা আন্তঃবিশ্বাসের সম্প্রীতি প্রচারও করে থাকে। এমন অনেক উদ্যোগের জন্ম দিয়েছে এই সংস্থা।
আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক শ্রী এম স্বয়ং। এই বইটির বাংলা অনুবাদক শ্রী ঋত্বিক মুখার্জী (Senior Journalist) এবং বিশেষ অতিথি হিসেবে এদিন উপস্থিত ছিলেন শ্রী হর্ষবর্ধন নেওটিয়া, যার হাত ধরেই এই বইটি প্রকাশিত হল।
শ্রী হর্ষবর্ধন নেওটিয়া, একজন উদ্যোক্তা এবং বর্তমানে অম্বুজা নেওটিয়া গ্ৰুপের চেয়ারম্যান।
অনেকেই, সুবিশাল প্রাচীন সাহিত্য, গভীর অধিবিদ্যা সহ ভগবতগীতা, উপনিষদ, হিন্দু ধর্মের সত্যতা এবং বাস্তবতার প্রকৃত প্রকৃতি অন্বেষণ করার চেষ্টা করে থাকেন। তবু থেকে যায় প্রশ্ন?
জলে গজানো পদ্মের মত যার পাতা এবং পাপড়ি শুকনো থাকে। যোগীরাও জড়জগৎ থেকে প্রলোভনে অমিল ও অস্প্রিশ্য থাকে।
এভাবেই যারা আধাত্মিক জীবনযাপন করতে চান, তিনি একই সঙ্গে আধুনিক সমাজের একজন দায়িত্বশীল, সদস্যের ভূমিকা পালন করতে পারেন, আধাত্মিক হতে জগৎ থেকে পালাতে হয় না যা এই বইয়ের পাঠক পাবেন এ বিষয়ে দৃষ্টান্ত।
এই বইটি হিন্দু ধর্মের দর্শন, আধাত্মিকতা, শিক্ষা অধিবিদ্যা অনুশীলনগুলোর সঠিক ধারণা প্রদান করে।