জেলা পর্যায়ে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন নিয়ে বিশেষ বৈঠক রাইপুরে
। সাধন মন্ডল বাঁকুড়া:——-আগামী ৯ আগস্ট বিশ্ব আদিবাসী দিবস । সারা দেশের সাথে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে দিনটি বিশেষভাবে পালিত হবে জেলা পর্যায়ের মোট অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে জঙ্গলমহলের রাইপুর ব্লকের গড় রাইপুর উচ্চ বিদ্যালয় মাঠে। আজ তারই প্রস্তুতি সভা হয়ে গেল রাইপুর বিডিও অফিসে ।উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক অরিন্দম বিশ্বাস, বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু, রাইপুর বিডিও হীরক বিশ্বাস পঞ্চায়েত সমিতির সভাপতি পদ্মিনী মুর্মু ,এমপি প্রতিনিধি তাপস ব্যানার্জি, আদিবাসী উন্নয়ন দপ্তরের আধিকারিক, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সুজয় বেপারী জেলা পরিষদ সদস্য কালিপদ সরেন যুব নেতা গণেশ মাহাতো, মিঠুন সুরাল
সহ বিভিন্ন বিভাগের আধিকারিকবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন সারেঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত মিশ্র , বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা ধীরেন্দ্রনাথ ঘোষ প্রমূখ।