জেলা শাসকের উপস্থিতিতে ব্লক স্তরের প্রশাসনিক পর্যালোচনা সভা

Spread the love

জেলা শাসকের উপস্থিতিতে ব্লক স্তরের প্রশাসনিক পর্যালোচনা সভা

সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- জেলার প্রতিটি ব্লকে ব্লকে অনুষ্ঠিত হচ্ছে ব্লক স্তরের প্রশাসনিক পর্যালোচনা সভা তথা রিভিউ মিটিং। যেখানে স্বয়ং জেলা শাসক উপস্থিত থাকছেন। সেরূপ শুক্রবার রামপুরহাট- ১ ও রামপুরহাট- ২ নম্বর ব্লকে পৃথক পৃথক ভাবে দুটি প্রশাসনিক সভা অনুষ্ঠিত হয়।উপস্থিত ছিলেন বীরভূম জেলা শাসক বিধান রায়, জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল সেখ, অতিরিক্ত জেলা শাসক প্রমুখ।
সভায় মূলত ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক,পঞ্চায়েত সমিতির সভাপতি,সহ-সভাপতি,অত্র ব্লকের প্রতিটি প্রধান-উপপ্রধান এবং ব্লক ও পঞ্চায়েত স্তরের সরকারি আধিকারিকদের নিয়ে এই সভা। এক সাক্ষাৎকারে জেলা শাসক বলেন এটা রুটিন মাফিক ব্লক স্তরের প্রশাসনিক সভা। যেটা ২০২১,২২,২৩ সালেও করা হয়েছিল। গত লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে পরিষেবা প্রদান সংক্রান্ত কাজে গতি ধীর হয়েছে। সেটাকে তরান্বিত করা। এসটি- এসসি সার্টিফিকেট, শিক্ষাশ্রী সহ বিভিন্ন ধরনের পরিষেবা বিষয়ক আলোচনা করা হয়। এছাড়াও নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্পের উন্নয়নখাতে ৬০-৭০ শতাংশ টাকা খরচ করতে হয় তাহলে পরবর্তী এলোটম্যান্ট পায়। যেখানে যেখানে খরচের হার কম আছে সেগুলো চোখে আঙুল দিয়ে দেখা। কোথাও যদি ট্রেনিং এর দরকার থাকে কিম্বা কোনো কিছু বোঝাবুঝির দরকার আছে সেগুলি করা। সেই প্রেক্ষিতে জেলার প্রতিটি ব্লকে ব্লকে গিয়ে আলোচনা সভা। বীরভূম জেলাকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য করছি যাতে জনসাধারণকে পরিষেবাগুলি ঠিকঠাক দেওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *