তথ্য ও সংস্কৃতি বিভাগের আয়োজনে বাইশে শ্রাবণ পালন
সেখ সামসুদ্দিন, ৭ আগস্টঃ পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি বিভাগের আয়োজনে বাইশে শ্রাবণ উপলক্ষে কবিগুরু স্মরণ করা হয়। উপস্থিত ছিলেন জিলা পরিষদ সভাধিপতি, অতিরিক্ত জেলাশাসক সাধারণ, বর্ধমান সদর মহকুমা শাসক, জেলা যুব কল্যাণ আধিকারিক, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই অনুষ্ঠানে কবিগুরুর ছবিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এদিন মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি আবেদনের ভিত্তিতে নথিভুক্ত হওয়া শিল্পীদের কার্ড প্রদান করা হয় এবং উপস্থিত শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।