তালডাংরা বিধানসভার উপনির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করলো তৃণমূল কংগ্রেস প্রার্থী ফাল্গুনী সিনহা বাবু

Spread the love

তালডাংরা বিধানসভার উপনির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করলো তৃণমূল কংগ্রেস প্রার্থী ফাল্গুনী সিনহা বাবু

। সাধন মন্ডল বাঁকুড়া:—-গত ১৩ ই নভেম্বর সারা রাজ্যের সাথে বাঁকুড়ার ২৫১ তাল্যাঙ্গরা বিধানসভার উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এই বিধানসভা কেন্দ্রে কংগ্রেস তৃণমূল কংগ্রেস বিজেপি সহ মোট পাঁচ জন দলীয় প্রার্থী ছিলেন। তাদের ভাগ্য নির্ধারণের দিন ছিল আজ তেইশে নভেম্বর সকাল থেকে ভোট গণনা কেন্দ্র সিমলাপাল মদনমোহন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ ছিল পুলিশে ঘেরাটোপে জমজমাট নিশ্চিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে গণনা শেষ হলো 34 হাজারেরও বেশি ভোটে জয়লাভ করল তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশিষ্ট শিক্ষক ফাল্গুনী সিংহ বাবু। অন্যদিকে বিজেপি প্রার্থী অনন্যা রায় চক্রবর্তী বলেন ফাল্গুনী বাবু জয়ী হয়েছেন তাকে অভিনন্দন জানাই এক প্রশ্নের উত্তরে তিনি বলেন আজ সকাল পর্যন্ত জয়লাভ করবো বলে আশা ছিল কিন্তু ষষ্ঠ রাউন্ড গণনার পর থেকেই বুঝতে পারি আমার জয় লাভের আশা নেই শেষ হাসিটা হাসবেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ফাল্গুনী সিংহ বাবু ফলাফল ঘোষণার পর তাই দেখা গেল। জয়ের পর ফাল্গুনী সিংহ বাবুর প্রতিক্রিয়া তিনি বলেন মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় কে চেনেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে শামিল হয়ে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন আমি তালডাংরা বিধানসভা এলাকার সমস্ত ভোটার সহ সমস্ত নাগরিকের কাছে কৃতজ্ঞ তারা আমাকে যে দায়িত্ব তুলে দিয়েছেন তা পালন করার চেষ্টা করব ।বিগত দিনে সিমলাপাল এলাকায় কিছু কাজ করার চেষ্টা করেছি আগামী দিনে তালডাংরা বিধানসভা এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে সামিল হয়ে এলাকার মানুষের সুখ দুঃখের সাথী হয়ে থাকবো। আমাদের পূর্ববর্তী বিধায়ক অরূপ চক্রবর্তী মহাশয় যে উন্নয়ন শুরু করেছেন সেই উন্নয়নগুলি ধরে রাখাই আমার প্রথম কাজ। বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা বাঁকুড়ার সাংসদ অন্যদিকে তাল্যাঙরা বিধানসভার বিধায়ক অরূপ চক্রবর্তী বলেন এই জয় প্রত্যাশিত ছিল মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় কে ভালোবাসেন তারা জানেন সাধারণ মানুষের পাশে ও সাথেএকমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। মানুষ বুঝিয়ে দিয়েছেন যে বিজেপি নামক একটি মিথ্যাবাদীদের স্থান নেই পশ্চিম বাংলার বুকে আগামী দিনে দেশ থেকে উৎখাত করতে হবে। এই জয় সাধারণ মানুষের জয় মানুষকে বঞ্চিত করে রাখার জয়। বঞ্চিত মানুষগুলো বুঝিয়ে দিলেন আপনি আমাদের যতই বঞ্চনা করুন আমাদের মা মাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় পাশে রয়েছেন আমরা ঘরের মেয়েকেই চাই। আপনি যত বঞ্চনা করবেন তত সাধারন মানুষের কাছ থেকে দূরে সরে যাবেন।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *