তৃণমূল অঞ্চল সভাপতি ও উপপ্রধানের বিরূদ্ধে পোষ্টার, দুবরাজপুর ব্লকের যশপুর পঞ্চায়েত এলাকায়

Spread the love

তৃণমূল অঞ্চল সভাপতি ও উপপ্রধানের বিরূদ্ধে পোষ্টার, দুবরাজপুর ব্লকের যশপুর পঞ্চায়েত এলাকায়

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- দুবরাজপুর ব্লকের যশপুর গ্রাম পঞ্চায়েত তৃনমূল কংগ্রেসের দখলে।সেখানেই এবার পঞ্চায়েতের উপপ্রধান এবং দলীয় অঞ্চল সভাপতির বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ তুলে পোষ্টার সাঁটানো হয়েছে যশপুর পছিয়াড়া এলাকার বিভিন্ন স্থানে।আর তা নিয়ে সকাল থেকে এলাকায় শুরু হয়েছে চাপা গুঞ্জন। উল্লেখ্য সদ্য ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের আগে যশপুর অঞ্চল তৃনমূল কংগ্রেস সভাপতির বিরূদ্ধে দূর্নীতির অভিযোগ ঘিরে পোষ্টার পড়েছিল।ফের একবার পোষ্টার পড়া নিয়ে এলাকায় শুরু হয়েছে চাঞ্চল্য।এবার এই পোষ্টারে সাংসদ শতাব্দী রায় ও সদ্য নির্বাচিত জেলা পরিষদের সভাধিপতি দুর্নীতি মুক্তির হিরো কাজল শেখ কে লেখা হয়েছে। কারণ আগামীকাল যশপুর পঞ্চায়েতের সালুঞ্চি গ্রামে মিলন মেলায় আসছেন জেলা পরিষদের সভাধিপতি কাজল সেখ। তাঁর আসার ২৪ ঘণ্টা আগেই দলীয় অঞ্চল সভাপতির বিরূদ্ধে দুর্নীতির অভিযোগে পোষ্টার। এখানে অঞ্চল সভাপতির সাথেসাথে যশপুর পঞ্চায়েতের বর্তমান উপ প্রধান পরিমল সৌ এর নাম জড়ানো হয়েছে। কোনো আলোচনা ছাড়াই অঞ্চল সভাপতি রাজার রাজত্বে এককভাবে এগিয়ে চলছে। মাত্র দুজন মিলেই চালাচ্ছে পঞ্চায়েত। এটার কী কোনো তদন্ত হবে না,প্রশ্ন তুলেছেন পোস্টারে লিখিত ভাবে। বিশেষ করে অঞ্চল সভাপতি কাঞ্চন এর নাম করে পোস্টারে লিখিত যে, একজন মারুতি ড্রাইভার থেকে ৮ বছরের মধ্যে গাড়ী, বাড়ি, জমি, জায়গা, খাস জমি নিজের নামে করা, আম বাগান কী করে হয়? শুধুমাত্র স্বজন পোষণের জন্য দলের সংগঠন যে আপনার জন্য শেষ হয়ে যাচ্ছে সেটা কী আপনার দূর্বলতা নয়?? তাছাড়াও জিও ফাইবারের ১০ লক্ষ টাকা, জিও টাওয়ারের কমিশন তাঁদের পকেটে ঢুকছে এটা কী পঞ্চায়েত বুঝছে না? যশপুর পঞ্চায়েতের উপ প্রধান পরিমল সৌ জানান, আমি এইমাত্র শুনলাম, এখনো দেখিনি। এটা দুষ্কৃতীদের কাজ আছে। দলের উপর নেতৃত্ব কে বিষয়টি জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *