তৃণমূল কর্মী খুনে অভিযোগ প্রাক্তন ব্লক তৃণমূল সভাপতি সহ অন্যান্য কর্মীদের বিরুদ্ধে,ঘটনায় ধৃত -১, কাঁকরতলা থানায়
সেখ রিয়াজুদ্দিন বীরভূম
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জেলার বুকে গোষ্ঠী কন্দল মানতে নারাজ। এজন্য বারবার জেলা নেতাদের কাছে বার্তা পৌঁছলেও যেন কোনো মতেই থামছে না গোষ্ঠী কন্দল। যদিও স্থানীয় নেতৃত্বের বক্তব্য এলাকায় গোষ্ঠী কন্দল নেই। কিন্তু ঘটনার পরিপ্রেক্ষিতে বাদী বিবাদি তথা পুলিশের খাতায় অভিযুক্ত হিসেবে তৃনমূল নেতা কর্মীদের নাম থাকায় গোষ্ঠী দ্বন্দ্বের চিত্র স্পষ্ট হয়ে উঠেছে বলে এলাকাবাসীদের অভিমত। জানা যায় গত শুক্রবার সন্ধ্যার দিকে লোহার রড, পাথর সহ ভারী বস্তু দিয়ে থেতলে খুন করা হয় সেখ নিয়ামুল নামক এক তৃণমূল কর্মীকে। ঘটনাটি খয়রাসোল ব্লকের কাঁকরতলা থানার বড়রা গ্রামে। সেই প্রেক্ষিতে নিহতের দাদা সেখ এনামুল স্থানীয় কাঁকরতলা থানায় ২৭ জনের নামে খুনের অভিযোগ দায়ের করেন। যার মধ্যে একদা খয়রাসোল ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি, অঞ্চল সভাপতি সহ অন্যান্য দলীয় কর্মীদের ও নাম রয়েছে বলে সূত্রের খবর।অভিযুক্তদের খোঁজে বাড়ি বাড়ি তল্লাশি অভিযান চালাতে গিয়ে বড়রা গ্রামের ফাঁকা ডাঙায় তিনটি বোমা উদ্ধার হয়। সিআইডি বোম্ব ডিসপোজাল টিমকে খবর দেওয়া হয় এবং তাদের দিয়েও বাড়ি বাড়ি অভিযান চালানো হয়। শনিবার বিকেলে উদ্ধারকৃত বোমাগুলো নিষ্ক্রিয় করণ করা হয়। এদিকে রাতভর বিভিন্ন এলাকায় অভিযুক্তদের খোঁজে অভিযান চালিয়ে কৈঁথী গ্রামের সেখ আকবর নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। রবিবার ধৃতকে দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বলে সরকারি আইনজীবী রাজেন্দ্র প্রসাদ দে জানান।