তৃণমূল প্রার্থীর সমর্থনে ডাক্তারি পড়ুয়া এবং চিকিৎসকরা
জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, পূর্ব বর্ধমান-:
বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ও কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপিকা ডা. শর্মিলা সরকারের নাম ঘোষণার সঙ্গে সঙ্গে কলকাতা মেডিক্যাল কলেজের চিকিৎসক ও পড়ুয়াদের একাংশ খুব খুশি। দলের কর্মীরাও খুব খুশি। ইতিমধ্যে দলীয় প্রার্থীর সমর্থনে শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখন এবং প্রচার।
ডা. সরকারকে অভিনন্দন জানিয়ে চিকিৎসকদের বক্তব্য - আসন্ন লোকসভা নির্বাচনে তারা ডা. সরকারকেই সমর্থন করবেন এবং তার সমর্থনে প্রচারও করবেন। পাশাপাশি এরকম একজন শিক্ষিত ও ভদ্র মানুষকে সুযোগ দেওয়ার জন্য তারা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ডা. সরকারের ছাত্র ডা. সায়ন রায় বলেন- বর্ধমান পূর্ব লোকসভা আসন থেকে তাদের শিক্ষাগুরু তৃণমূল কংগ্রেসের প্রার্থী হওয়ার জন্য তারা খুব খুশি। তিনি শুধু একজন ভাল মানুষই নন, একজন ভীষণ ভালো চিকিৎসক। আমাদের বিশ্বাস তিনি সাধারণ মানুষের সমর্থন পাবেন এবং অবশ্যই বিপুল ভোটে জিতবেন।
ডা. রায় আরও বলেন- যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন নির্বাচনে উচ্চশিক্ষিত ও সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিদের লড়ার সুযোগ করে দিচ্ছেন সেটা আমাদের দেশের ভবিষ্যতের জন্য খুবই ভালো।
বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বাসিন্দা তথা চূড়ান্ত বর্ষের ডাক্তারি পড়ুয়া সুজয় মান্না বলেন- ডা. সরকার কেবলমাত্র আমাদের শিক্ষিকা নন, আমাদের মানসিক স্বাস্থ্যেরও খেয়াল রাখেন।
প্রসঙ্গত পূর্ব বর্ধমানের মেয়ে ডা. সরকারের আদিবাড়ি কাটোয়ার অগ্রদ্বীপে। উচ্চমাধ্যমিক পর্যন্ত তিনি কাটোয়ায় পড়াশোনা করেছেন। পরে ডাক্তারি পড়তে তিনি কলকাতায় যান। এক দশকের বেশি সময় ধরে মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকলেও রাজনীতির ময়দানে এই প্রথমবার তিনি অবতীর্ণ হলেন, তাও আবার লোকসভা নির্বাচনের প্রার্থী হিসাবে।