দিনভর প্রচারে তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তী
।——–সাধন মন্ডল বাঁকুড়া :——–আগামী ২৫শে মে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের ভোটদান পর্ব অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ঠিক সকাল সাতটায় ভোটগ্রহণ শুরু হবে তাই হাতে আর সময় নেই দলীয় প্রার্থীদের ও দলীয় কর্মীদের। দিনভর রোদ বৃষ্টি উপেক্ষা করে প্রচার করে চলেছেন বিভিন্ন দলের প্রার্থীরা। আজ দিনভর বাঁকুড়া এক নম্বর ব্লকের বাদুলারা, কাপিষ্ঠা , কেঞ্জাকুড়া, জলহরি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচার চালাবেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তী। তিনি কখনো গাড়িতে চেপে কখনো পায়ে হেঁটে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় ঘুরে এলাকাবাসীর এর কাছে তাকে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের তার থেকে জোড়া ফুল চিহ্নে ভোট দেওয়া আবেদন ও অনুরোধ জানালেন প্রতিটি এলাকাতেই তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ততা দেখে তিনি আপ্লুত বলে জানা যায়। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন গ্রামে গঞ্জে ভোট প্রচারে ব্যস্ত থাকছেন প্রার্থী অরূপ চক্রবর্তী। খাওয়া দাওয়া ভুলে কখনো দলীয় কর্মীদের সাথে বসে, কখনো গাড়িতে, কখনো পায়ে হেঁটে শুধুই প্রচার করে চলেছেন প্রার্থী অরূপ চক্রবর্তী সাথে রয়েছেন দলীয় নেতৃত্ব ও কর্মীবৃন্দ ।