টানা কয়েক দিনের প্রবল বৃষ্টিতে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লক এলাকার বেশ কয়েকটি অঞ্চলে বন্যা পরিস্থিতি। এছাড়া সমগ্র ব্লক জুড়ে হাজারের বেশি কাচা মাটির বাড়ি ধসে গেছে। স্থানীয় বিধায়ক অপূর্ব চৌধুরী পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের নিয়ে প্রায় এলাকা যাচ্ছেন। দ্রুত পুনর্বাসন কি করে হয়,তার ব্যাপারে ব্লক প্রশাসনের সাথে বৈঠকও করেছেন তিনি।