দুর্গাপুর মিশন আর্মি একাডেমীর সাফল্য মন্ডিত সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান
—
অন্তরা সিংহরায়
যুব সমাজের প্রতি স্বামীজির বার্তা ছিল “ওঠো , জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না।” দুর্গাপুর মিশন আর্মি একাডেমী স্বামী বিবেকানন্দের সেই বাণীকে সামনে রেখে এগিয়ে চলেছে যুব সমাজের সৈনিক হওয়ার স্বপ্ন পূরণে । অবসর প্রাপ্ত সৈনিক মাননীয় রামপরবেশ মাহাতো একাডেমীর প্রেসিডেন্ট ও তার সহযোগী বাপি নন্দী ,সুমন মুখার্জ্জী , আস্তিক মন্ডলের কয়েক বছরের কঠোর পরিশ্রমের ফল স্বরূপ বেশ কয়েকজন যুবক আজ সামরিক বাহিনীতে কর্মে যোগদান করেছে।চলতি মাসের ৭ মার্চ তাদের সম্বোর্ধনা জ্ঞাপন করা হলো দুর্গাপুর কুঠীর গেস্ট হাউসে । এই একাডেমীতে গ্রাম বাংলার বিভিন্ন প্রান্তের যুবক যুবতীরা কায়িক , লিখিত ও মৌখিক পরীক্ষার প্রস্তুতি নেন চাকুরীর পরীক্ষার জন্য।বর্তমানে চাকরীর বাজারের অবস্থা খুব খারাপ । দীশাহীন যুবক যুবতীদের এক আলোর দিশা দেখাছেন দুর্গাপুর মিশন আর্মি একাডেমী । সেদিন সভাগৃহে প্রায় দু’শো জন দর্শক উপস্থিত ছিলো ।
এই একাডেমী প্রতিষ্ঠা ২০১৯-২০ বর্ষে ,দুর্গাপুরের বিধাননগরে । একাডেমীর কর্মকর্তারা প্রচন্ড আশাবাদী আগামী বছর এই একাডেমী থেকে অন্তত ২৫ জন যোগ্য যুবক যুবতী চাকরীতে নিয়োগ করবে। সততা , একাগ্রতা , একনিষ্ঠ ও নিয়মানুবর্তিতার ভিওিতে শিক্ষিত বেকার যুবক যুবতীরা দুর্গাপুর মিশন আর্মি একাডেমীর মাধ্যমে আলোর দিশা খুঁজে পাচ্ছে। বর্তমান সমাজে এই উদ্যোগ সত্যিই প্রশংসার দাবী রাখে।