নতুনহাট বাদশাহী রোডে একটি পথ কুকুর এক্সিডেন্ট হয়ে পড়েছিল যন্ত্রণায় ছটফট করতে করতে পুকুরের জলে পড়ে যায় তার এই করুন অবস্থা দেখে কয়েকটি যুবক পশুপ্রেমী আমির শেখকে খবর দেয়, উনি তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান। তারপর প্রাণীটিকে পুকুরে জল থেকে তুলে এনে একটি সুরক্ষিত জায়গায় রেখে তার সেবা- শুশ্রসা করা হয়। এবং আরেকটি বাচ্চা কুকুর বালির ওপরে ব্যাপক হারে ক্ষত অবস্থায় পড়ে ছিল। বাচ্চাটির করুন অবস্থা দেখে ডাঙ্গা পাড়ার আরবিদা পারভিন স্কুল পড়ুয়া পশু প্রেমী আমির শেখকে খবর দেয় এবং উনি এই প্রাণীটি কেও সেবা শুশ্রূষা করে সুস্থ করে তোলার চেষ্টা করেন। এবং উনি দু’দিন ধরে সেবা শুশ্রূষা করার পরে এখন কুকুর দুটি পুরোপুরি সুস্থ। এবং উনি এই কাজ কয়েক বছর ধরে করে আসছেন বিনা পারিশ্রমিকে উনার এই কাজে এলাকাবাসী আপ্লুত। উনি একটা বার্তা দেন এই গরমে জায়গা জায়গায় জল দিয়ে রাখবেন যাতে অবলা প্রাণীরা সেই জল খেতে পারে
দুর্ঘটনাগ্রস্ত পথ কুকুরের প্রাণ বাঁচালেন পশুপ্রেমী সমাজসেবী আমির সেখ
