দেখেছি সেই নারী
মারুফ খাঁন (উড়িষ্যা)
নারী মানে জানতাম….. মায়ের মতো হবে
নারী মানে জীবনসঙ্গিনী
দেখেছি সেই নারী! নারী
নিজের যন্ত্রণা বুকে চেপে…. তুমি কতদিন অনাহারে আছো
এইতো অল্প একটু খেয়ে নাও
নারী মানে আদরের সোহাগে ভরিয়ে দেয়,,,সেই নারী দেখেছি।
আমিও সেই নারীর চলার পথের সাথী
জীবন একটা পথ শুরু আর শেষ, যার নাম জন্ম আর মৃত্যু।
কবিতা লিখতে লিখতে বারবার মনে পড়ে
একটু নাও খেয়ে
কষ্ট হচ্ছে তোমায়
তুমি এভাবে থাকো
আমায় দূরে ছেড়ে
আমি একটু ভালোবাসা অনুভূতি তোমার সোহাগ পেতে চাই
শরীরের চাহিদা নেই।
নারী মানে জীবনসঙ্গিনী
নারী মানে যে অক্সিজেন
এই কথা যদি বুঝে যেতে দুজনের দ্বন্দ্ব থাকত না কখনও।
আগামীর পরিকল্পনা অনুশোচনা অনুপ্রেরণা
দায়িত্ববান হলেই নারী সংসার সুখের হয় ।
নারী কাঁদে নারী হাসে
নারীর যে দুঃখ যন্ত্রণা
আমার মত পুরুষের বোঝা এতো সহজ যে নয়।
আমি তোমার কথা লিখছি
আমি তোমার কথা বলছি
সেই তুমি আমার প্রতিটা শব্দ মনে রাখো!অফুরন্ত প্রাপ্তি।
কষ্টের পরে আনন্দ যে অবশ্যই
আমি হাসছি আবার ও হাসবো
তুমি মনে রেখো !! যতই আমাকে তুমি বলবে, আমি অনুপ্রেরণা পাবো।