দোল উৎসব উপলক্ষে লোকপুর থানায় শান্তি কমিটির মিটিং
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- আগামী কাল রঙের উৎসব হোলি তথা দোল উৎসব পালিত হবে বিভিন্ন স্থানে। হোলির মধ্যে রঙ খেলা নিয়ে কোনো ঝুট ঝামেলা যেন না হয় সে বিষয়ে সকল আয়োজক সহ বিভিন্ন স্তরের ব্যাক্তিদের নিয়ে রবিবার লোকপুর থানার পক্ষ থেকে স্থানীয় থানা চত্ত্বরে একটি শান্তি কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পুলিশের পক্ষ থেকে আরো বেশ কিছু বিষয়ে সতর্কতা অবলম্বন করে দেন। যেমন ডিজে বক্স বাজানো কঠোর ভাবে নিষিদ্ধ। এছাড়া মদ খেয়ে মাতলামি করলেই আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের কথা বলেন। সকলেই যেন শান্তি শৃঙ্খলা বজায় রেখে অনুষ্ঠান পালন করে তার আহ্বান জানান। উপস্থিত ছিলেন লোকপুর থানার এসআই প্রশান্ত ঘোষ, এএসআই সত্যেন সাহা সহ তিনটি পঞ্চায়েত এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। একান্ত সাক্ষাৎকারে মিটিং এ উপস্থিত সমাজসেবী উজ্জ্বল দত্ত বিস্তারিত জানালেন।