নবাঙ্কুর নাট্যোৎসব

Spread the love

নবাঙ্কুর নাট্যোৎসব

বনি সিংহ : শুরু হলো চার দিনব্যাপী নবম তম নবাঙ্কুর নাট্যেৎসব কলকাতা তপন থিয়েটার হলে। আয়োজনে নবাঙ্কুর নাট্য গোষ্ঠী এবং আর্থিক সহায়তা সংস্কৃতি মন্ত্রণালয় ভারত সরকার কর্তৃক।১৪ই মার্চ প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই নাট্যোৎসবের শুভ সূচনা করেন নাটককার অনির্বাণ সেন ও নির্দেশক ও অভিনেতা উদয়ন চক্রবর্তী।১৪ই মার্চ থেকে ১৭ই মার্চ পর্যন্ত মোট ১২টি নাটক পরিবেশিত হবে এই নাট্যেৎসবে। প্রথমদিনে দুটি নাটক পরিবেশিত হলো একটি “ভেমুলার রামায়ণ”ও আর একটি “সবটাই অভিনয় নয়”। নাটকের শেষে অশোকনগর নাট্যমুখ ও নেতাজি নগর সরস্বতী নাট্যশালার অভিনেতা ও অভিনেত্রীদের নবাঙ্কুর মুখার্জি পাড়া লেন এর তরফ থেকে ফুল ও উত্তরীয় দিয়ে সম্মানিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *