নাবালিকা অপহরণের অভিযোগে ধৃত- ২,লোকপুর থানায়
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- টিউশনি যাবার নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় এক নাবালিকা কিশোরী ছাত্রী। ঘটনাটি ঘটে শনিবার। বাড়ির লোকজন খোঁজ খবর করেও কোন সন্ধান না পেয়ে অবশেষে গত ১ লা সেপ্টেম্বর লোকপুর থানায় এবিষয়ে অভিযোগ দায়ের করেন। লোকপুর থানার পুলিশ ফেসবুক প্রোফাইল ঘেটে সন্দেহজনক ছেলেটির ঠিকানা সংগ্রহ করে।এরপর পুলিশ মোবাইল লোকেশন ধরে ছেলের বাড়ি পুরুলিয়া জেলার নিতুড়িয়া থানার মহুদা গ্রামের উদ্দেশ্যে রওনা হন। অপহরণের অভিযোগের ভিত্তিতে লোকপুর থানার পুলিশ পুরুলিয়া জেলার স্থানীয় থানার সহযোগিতা নিয়ে ছেলের বাবা শুধাংসু ধীবরকে(৫২) আটক করে আনেন। সেই জেরে ছেলে লোকনাথ ধীবর(২৪) সহ নাবালিকা লোকপুর থানায় সেরেন্ডার হয় বলে সূত্রের খবর। জানা যায় যে, লোকনাথ ধীবর মুম্বাই এ কাঠমিস্ত্রির কাজে কর্মরত। ফেসবুক মারফত দুজনের পরিচয়। সেই সূত্র ধরে পালিয়ে বিয়ের অভিমত ছিল বলে স্থানীয়দের ধারণা। এদিকে নাবালিকার পরিবার কতৃক লোকপুর থানায় অপহরণের অভিযোগের ভিত্তিতে পুলিশ দুজনকে গ্রেফতার করে সোমবারেই দুবরাজপুর আদালতে তোলা হয়। পাশাপাশি নাবালিকাকে জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে পাঠানো হয়। দুবরাজপুর আদালতের সরকারি আইনজীবী রাজেন্দ্র প্রসাদ দে জানান লোকপুর থানায় অপহরণের অভিযোগের ভিত্তিতে পুলিশ দুজনকে গ্রেফতার করে এবং সোমবার ধৃতদের আদালতে তোলা হয়। বিচারক তাদের জামিনের আবেদন নাকচ করে আগামী ১৭ ই সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন।