নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং আইইইই কলকাতা সেকশনের যৌথ উদ্যোগে ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলন “বিগ ডাটা অ্যানালিটিক্স ইন বায়োইনফরমেটিক্স” (DABCon-2024)-এর সূচনা ঘোষণা করা হয়েছে

Spread the love

নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং আইইইই কলকাতা সেকশনের যৌথ উদ্যোগে ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলন “বিগ ডাটা অ্যানালিটিক্স ইন বায়োইনফরমেটিক্স” (DABCon-2024)-এর সূচনা ঘোষণা করা হয়েছে

। তিন দিনব্যাপী এই অনুষ্ঠানের লক্ষ্য হলো বায়োইনফরমেটিক্স, কম্পিউটেশনাল বায়োলজি, কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, ডিপ লার্নিং এবং অন্যান্য উদীয়মান প্রযুক্তি ক্ষেত্রে বিশেষজ্ঞ, উদ্ভাবক ও চিন্তাশীল নেতাদের একত্রিত করা। সমাপ্তি অনুষ্ঠানের মধ্যে দিয়ে তিন দিনের এই সম্মেলন শেষ হলো খুব উৎসাহ সহকারে এবং ছাত্র-ছাত্রীদের মধ্যে আগামী দিনে তাদের আরো এগিয়ে যাওয়ার একটা বীজ বপন হল নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজির প্রিন্সিপাল ডক্টর সৌমেন ব্যানার্জি ও রেজিস্টার নিধী ম্যাডামের শুভেচ্ছা ও আশীর্বাদ বাণী ছাত্রদের মধ্যে এগিয়ে যাওয়ার বার্তা দিলেন এবং প্রত্যেক বছর এই কনফারেন্স আরো ভালো করে করবেন বলে জানালেন |ছবি সুবল সাহা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *