নিথর দেহে
দিলীপ কুমার বিশ্বাস
পোড়া দেহ চিতায় তুলে,পোড়াবি কত আর!
জনম ভরে দুখ আগুনে,পুড়ে হয়েছি ক্ষার।
বাকি আছে হাড় ক’খানা,পুড়তে শুধু বাকি!
মনের কথা গোপন রেখে,আঁচলে মুখ ঢাকি।
যাদের সঙ্গে সম্পর্ক গড়ে,বেঁধে ছিলাম ঘর!
তারাই সুখে থাকার আশে,করলো মোরে পর।
অনেক কষ্টে দিন কেটেছে,ভাঙা হৃদয় নিয়ে!
এঁটো থালায় ভাত দিয়েছে,চোখ রাঙানি দিয়ে।
খেয়ে উঠেছি মুখটি বুজে,কোনো কথা না বলে !
সংসার মাঝে এমন করে,সময় গেছে চলে ।
সারাটা দিন নীরব থেকে,পাইনি কারো মন!
চোখের জলে বুক ভাসিয়ে,কেঁদেছি সারাক্ষণ।
প্রচণ্ড শীতে এক কাপড়ে,কাটিয়ে গেছি রাত!
দিনের শেষে খিদের পেটে,পেতে একটু ভাত।
থাকতে দেখে অদূরে বসে,হয়নি কারো দয়া!
সংসার মাঝে সবার চোখে,আমি নাকি অপয়া।
এমন কথা শুনে তবুও,পাইনি কোনো দুখ!
সবার চোখ আড়াল করে,পেতে একটু সুখ।
এখন দেখি আমায় নিয়ে,বলছে কত কথা!
নিথর দেহে চিতায় শুয়ে,বাড়ছে বুকে ব্যথা।
জ্বললে চিতা পুড়বো আমি,মরা নদীর কূলে!