পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ-সভাপতি নির্বাচন ও দায়িত্ব গ্রহণ

Spread the love

পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ-সভাপতি নির্বাচন ও দায়িত্ব গ্রহণ

সেখ সামসুদ্দিন, ১১ আগস্টঃ মেমারি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ-সভাপতি পদে মেমারি এক ব্লকের অডিটোরিয়াম সভাকক্ষে কড়া নিরাপত্তার মধ্যে ৩০ জন সদস্যের উপস্থিতিতে দলের প্রস্তাবিত সদস্যদেরই নির্বাচিত করা হয়। সভাপতি পদে নির্বাচিত হন বিকাশ হাঁসদা। এবং সহ-সভাপতি পদে প্রাক্তন সভাপতি বসন্ত রুইদাস নির্বাচিত হন এবং বিডিও ডাঃ আলী মহঃ ওয়ালি উল্লাহ তাদের শপথ বাক্য পাঠ করান। এদিন নির্বাচিত সদস্যদের নিয়ে ধামসা, মাদল, আদিবাসী নৃত্য সহ কর্মী সমর্থকদের মিছিল সহকারে ব্লকে পৌঁছান ব্লক সভাপতি নিত্যানন্দ ব্যানার্জী। ব্লকে উপস্থিত ছিলেন মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী, চেয়ারম্যান ইন কাউন্সিল বাপি ব্যানার্জী, কাউন্সিলার সেখ ইউসুফ সহ অঞ্চল নেতৃত্ব, গ্রাম পঞ্চায়েত প্রধান, উপপ্রধান সহ সদস্যবৃন্দ এবং কর্মী সমর্থকবৃন্দ। বিপুল উচ্ছ্বাসের মধ্য দিয়ে এদিন সভাপতি ও সহ-সভাপতিকে বরণ করে নেন ব্লক রিক্রিয়েশন ক্লাবের সদস্যরা, অস্থায়ী কর্মচারীবৃন্দ সহ দলের পক্ষ থেকে। এই কর্মসূচিতে পুলিশি ব্যবস্থা ছিল ব্যাপক। পঞ্চায়েত সমিতির সামনে থাকা বিবেক মূর্তিতে মাল্যদান করে সভাপতি সহ-সভাপতি সহ নেতৃত্ব পঞ্চায়েত সমিতিতে প্রবেশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *