পথশ্রী প্রকল্পের রাস্তার কাজ চালু রাখার দাবিতে পথ অবরোধ গ্রামবাসীদের

Spread the love

পথশ্রী প্রকল্পের রাস্তার কাজ চালু রাখার দাবিতে পথ অবরোধ গ্রামবাসীদের

। সাধন মন্ডল বাঁকুড়া:—–

দীর্ঘ আবেদন নিবেদনে পথশ্রী প্রকল্পের রাস্তা অনুমোদন হয়েছে। শুরু হয়েছে কাজও। কিন্তু মাঝপথে থেমে গেছে রাস্তা নির্মাণের কাজ।রাস্তার মধ্যে ব্যক্তিগত জায়গা রয়েছেএই অভিযোগ তুলে স্থানীয় কয়েকজন বাধা দিতেই রাস্তা নির্মাণের কাজ বন্ধ। অবিলম্বে রাস্তার কাজ শুরু করার দাবিতে আন্দোলনে নামল গ্রামবাসীরা। প্রায় ২ ঘন্টা ধরে রাজ্য সড়ক অবরোধ করে চলল বিক্ষোভ। ঘটনা বাঁকুড়ার খাতড়া-রানীবাঁধ রাজ্য সড়কের ভুড়কুড়া মোড়ের।

বাঁকুড়ার রানিবাঁধ ব্লকের খাতড়া রানীবাঁধ রাজ্য সড়কের ভূড়কুড়া মোড় থেকে বামনিসিনি পাহাড় পর্যন্ত এক কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে ছিল। ফলে চূড়ান্ত দুর্ভোগের মধ্যে পড়েছিলেন বামনিসিনি পাহাড় লাগোয়া ভুড়কুড়া গ্রামের বাসিন্দারা। প্রশাসনের বিভিন্ন মহলে বারংবার আবেদন নিবেদনের পর সম্প্রতি পথশ্রী প্রকল্পে ওই রাস্তা পাকা করার কাজ শুরু হয়। বরাদ্দ হয় ৫২ লক্ষ ৬৯ হাজার ৭০৬ টাকা। রাস্তা নির্মাণের কাজ যখন মাঝপথে তখন আচমকাই স্থানীয় কয়েকজন ওই রাস্তার মধ্যে ব্যক্তিগত জায়গা রয়েছে দাবী করে কাজ বন্ধ করে দেয়। আর তাতেই ক্ষেপে ওঠেন ভুড়কুড়া গ্রামের প্রায় শতাধিক পরিবার। অবিলম্বে ওই রাস্তা পাকা করার কাজ পুনরায় চালু করার দাবীতে আজ সকাল সাতটায় ভুড়কুড়া মোড়ে খাতড়া রানীবাঁধ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। এর জেরে ওই রাজ্য সড়কে থমকে যায় যান চলাচল। গ্রামবাসীদের মধ্যে হিরেন সর্দার ,রূপচাঁদ হাঁসদা ,পঞ্চমী সর্দার রা বলেন রাস্তাটি সংস্কারের জন্য একাধিকবার স্থানীয় রাজাকাটা গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে মোরাম বিছানো হয়। সে সময় কোনো বাধা না দিলেও সম্প্রতি রাস্তা পাকা করার কাজ শুরু হতেই ওই কয়েকজন ইচ্ছাকৃতভাবে রাস্তা নির্মাণের কাজ আটকে দিচ্ছে। অবিলম্বে রাস্তার কাজ পুনরায় শুরু না করলে আগামীদিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা। প্রশাসনের হস্তক্ষেপে দু ঘন্টা পর অবরোধ উঠে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *