খায়রুল আনাম,
বীরভূম : আবারও তাজা বোমা উদ্ধার হলো জেলায়। বুধবার বোলপুর-সিউড়ী সড়কের পাশে পাঁড়ুই থানার কেন্দ্রডাঙালের কবরস্থান সংলগ্ন এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে ১৭ টি বোমা পড়ে থাকতে দেখা গেলে চাঞ্চল্য দেখা দেয়। আগে এখানকার একটি জমিতে চাষ দেওয়ার সময় তাজা বোমা উদ্ধার করা হয়েছিলো। এদিন বোমা দেখা গেলে এলাকার মানুষ বিষয়টি জানায় পাঁড়ুই থানায়। খবর পেয়ে পুলিশ এসে এলাকাটি ঘিরে রাখে। পরে বোমাগুলিকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়।