মৃত্যুঞ্জয় রায়,
বিগত তেইশ বছর নূপুর মুখার্জি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মূল স্রোত এ ফেরানোর কাজ নিরলস ভাবে করে চলেছেন…সরকার থেকে 2nd ডিসেম্বর তাকে রাজ্য সাকার (state award)পুরস্কার দেওয়া হচ্ছে .. 2012 সালে MK award Zbangla দিয়ে যাত্রা শুরু…পর পর আট টি পুরস্কার তার এই সম্মানের ঝুলিতে এসেছে ..আর একটি উল্লেখ যোগ্য বিহার সরকারের বিসমিল্লাহ খান সম্মান তিনি পান 2019সালে..সে
.জন্য তাকে অনেক অভিনন্দন জানাই..সুদূর ভবিষ্যতে এই কাজে উনি আরো এগিয়ে যান