পুলিশের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ লোকপুর থানা এলাকায়
সেখ রিয়াজুদ্দিন বীরভূম,
খেটে-খাওয়া গরীব মানুষদের কথা ভেবে রবিবার বীরভূম জেলা পুলিশের উদ্যোগে ও লোকপুর থানার আয়োজনে স্থানীয় থানার নওপাড়া গ্রামের সদ্ভাব মন্ডপ কমিউনিটি হল চত্বরে এদিন নওপাড়া গ্রামের দেড়শত দুস্থ মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হলো।শীতের মরশুমের প্রাক্কালে শীতবস্ত্র পেয়ে স্বভাবতই খুশি মানুষজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডি এস পি হেডকোয়ার্টার তৌহিদ আনোয়ার,লোকপুর থানার ও সি পার্থ কুমার ঘোষ,এ এস আই নয়ন ঘোষ সহ বহু বিশিষ্ট ব্যাক্তিবর্গ। উল্লেখ্য আজকের শীতবস্ত্র বিতরন কর্মসূচীর ন্যায় লোকপুর থানার অন্যান্য গ্রামগুলোতেও অনুষ্ঠিত হবে বলে সূত্র মারফত জানা যায়।একান্ত সাক্ষাৎকারে আজকের শীতবস্ত্র বিতরণ কর্মসূচী সম্পর্কে অভিমত ব্যক্ত করেন নওপাড়া গ্রামের বাসিন্দা তথা স্থানীয় আহমেদিয়া হাই মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক সেখ লুতুব।