পুলিশের তৎপরতায় চুরি যাওয়া একটি বাস উদ্ধার ২৪ ঘন্টার ব্যবধানে
সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- রড ভর্তি বা কোনো মাল ভর্তি ট্রাক হাইজ্যাকের খবর শোনা যায়।কিন্তু যাত্রী পরিবহন তথা বাস চুরির ঘটনায় অনেকে হতবাক।সেরূপ এক ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ। জানা যায় যে,গত ৭ ই আগস্ট টুবাই নামে একটি বেসরকারি বাস রামপুরহাট বাসস্ট্যান্ড থেকে চুরি বা উধাও হয়ে যায়। ঘটনাটি শোনামাত্র স্থানীয়রা সকলেরই তাজ্যব বনে যান।বাস মালিক কতৃপক্ষ বাস চুরির ব্যাপারে স্থানীয় রামপুরহাট থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই প্রেক্ষিতে রামপুরহাট থানার এস আই অভিষেক হালদার চুরির তদন্ত শুরু করেন এবং তিন দিনের মাথায় বাসটি উদ্ধার করে ফেলেন।পুলিশ সূত্রে খবর ঝাড়খন্ড লাগোয়া বড়পাহাড়ি জঙ্গল থেকে বাসটি উদ্ধার করে আনা হয়।চুরি যাওয়া বাসটি উদ্ধারের সাথে সাথে একজনকে আটকও করা হয়। ধৃত ব্যক্তির নাম অর্জুন প্রামাণিক, বয়স ২০ বছর। বাড়ি রামপুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কালিসাড়া মাঠ পাড়া। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ফের তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ। শুক্রবার ধৃতকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেলহাজতের নির্দেশ দেন বলে জানা যায়। পুলিশের তৎপরতায় যেভাবে ২৪ ঘন্টার মধ্যে চুরি যাওয়া বাস উদ্ধার করা হয়েছে তা নিয়ে বাস মালিক সংগঠনের পক্ষ থেকে পুলিশকে সাধুবাদ জানান।