পুলিশের মানবিক উদ্যোগ, শীতবস্ত্র বিতরণ কর্মসূচী, লোকপুর থানা এলাকায়

Spread the love

পুলিশের মানবিক উদ্যোগ, শীতবস্ত্র বিতরণ কর্মসূচী, লোকপুর থানা এলাকায়

সেখ রিয়াজউদ্দিন, বীরভূম
আস্তে আস্তে বাড়ছে শীতের প্রকোপ। শীতের হাত থেকে রেহাই পেতে সাধ্য মোতাবেক কেনা হয় শীতবস্ত্র। কিন্তু অনেকের কাছে সাধ থাকলেও সাধ্য নেই অবস্থা । সেই সমস্ত ব্যাক্তিদের অসাধ্যসাধন করার প্রচেষ্টায় এগিয়ে আসেন লোকপুর থানার ওসি পার্থ কুমার ঘোষ। থানা এলাকার অসহায়দের পাশে দাঁড়াতে শীতবস্ত্র বিতরন কর্মসূচীর উদ্যোগ গ্রহণ করেন। জানা যায়
বীরভূম জেলা পুলিশের উদ্যোগে ও লোকপুর থানার আয়োজনে সপ্তাহব্যাপী গ্রাম ভিত্তিক চলছে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী। মঙ্গলবার স্থানীয় থানার নাকড়াকোন্দা পঞ্চায়েতের তারাপুর গ্রামে ৫০জন,ভাদুলিয়া গ্রামে ৬০জন এবং সগরভাঙ্গা গ্রামে ১০০জন অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয় বলে। শীতের শুরুতেই শীতবস্ত্র পেয়ে স্বভাবতই খুশি মানুষজন। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকপুর থানার এসআই শরৎ ঘোষ,এ এস আই নয়ন ঘোষ ও প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *