পোস্তা গাঙ্গুলি লেন স্পোর্টিং ক্লাবের সুবর্ণ জয়ন্তী ৫০তম বর্ষ শ্রীশ্রী শ্যামা পূজার।
৯ই নভেম্বরের ২০২৩ উত্তর কলকাতার পোস্তার গাঙ্গুলী লেন স্পোর্টিং ক্লাবের ৫০তম কালীপুজোর শুভ সূচনা হয়।পোস্তা গাঙ্গুলী লেন স্পোর্টিং ক্লাবের প্রেসিডেন্ট শচীন ত্রিপাঠী ও চেয়ারম্যান বরুণ মল্লিক সৌজন্যে গরিব অসহায় মানুষদের বস্ত্র বিতরণ ও খাবার বিতরণ করা হয়।উপস্থিত ছিলেন কামারহাটি বিধায়ক মদন মিত্র মহাশয়,বরানগর কেন্দ্রের বিধায়ক তাপস রায়, দমকলমন্ত্রী সুজিত বোস, রাজ্যসভার সংসদ শান্তনু সেন, জোড়াসাঁকো কেন্দ্রের প্রাক্তন বিধায়িকা তৃণমূল নেত্রী স্মিতা বক্সী মহাশয়া,শ্রী সঞ্জয় বক্সী,তৃণমূল নেতা,সমাজসেবী দ্বারা সিং, তৃণমূল নেতা ব্যাগেশ মিশ্রা, উত্তম সংকার,সুরাজ সিং, মানোজ যাদব,মানব জাসওয়াল,রাজীব তেওয়ারি, আরো অনেক বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।