খায়রুল আনাম,
বীরভূম : শান্তিনিকেতন থানার লায়েকবাজারের রূপান্তরিত প্রাথমিক বিদ্যালয়ের পাশে বে-আইনীভাবে পোস্তচাষ হওয়ার বিষয়টি সামনে আসতেই হৈ চৈ শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই জমিতে হওয়া ওই পোস্তর গাছ বড় হয়ে তাতে পোস্তর খোলও তৈরী হয়ে গিয়েছে। এই পোস্তর খোল থেকে আঠা সংগ্রহ করে হেরোইনের মতো নেশাদ্রব্য এবং খালিখোল থেকে আফিম তৈরী হয়ে থাকে। এক সময় জেলার দুবরাজপুর, রাজনগর, খয়রাশোল, ইলামবাজার এলাকায় ব্যাপকহারে পোস্তচাষ হতো। এমন কী, এর সন্ধান করতে উপগ্রহ চিত্রও ব্যবহার করা হয়েছে। ওইসব এলাকায় পোস্তচাষ এখন আর হয় না বলে প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়। কিন্ত এবার পোস্তচাষ হতে দেখা গিয়েছে শান্তিনিকেতন থানা এলাকায়।