নিজস্ব প্রতিনিধি,
; নির্ভীক সংবাদ পরিবেশন করার পাশাপাশি নেশাকারীদের বিরুদ্ধে মামলা করার জের- প্রকাশ্যে আক্রান্ত কলকাতা হাইকোর্টের এক আইনজীবী। ওই আইনজীবীর পৈতৃক বাড়ি নদীয়ার চাকদা এলাকায়। এই আইনজীবী আবার এক দৈনিক পত্রিকার সাংবাদিকও বটে।যদিও অভিযুক্তদের পক্ষে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। ঘটনার সুত্রপাত, গত সোমবার দুপুরে নদীয়ার চাকদার গোরাচাঁদতলা বাজারে।অমল রায় নামে এক অভিযোগকারী পুলিশের বিভিন্ন আধিকারিকদের পাঠানো চিঠিতে উল্লেখ্য করেছেন যে, গত সোমবার চাকদার গোরাচাঁদতলা বাজারে এক দোকানে বসে থাকা কয়েকজন ব্যক্তি পূর্ব রাগবশত তার উপর আক্রমণ চালায়।সেসময় কলকাতা হাইকোর্টের আইনজীবী ও সাংবাদিক মুকুল বিশ্বাস বাজারঘাট সেরে বাড়ি ফিরছিলেন। অতীতে হামলাকারীদের বিরুদ্ধে আদালতে মামলায় করার অপরাধে সুপরিকল্পিতভাবে এই হামলাটি হয় বলে দাবি।আক্রান্তদের তরফে স্থানীয় থানাতে ফোন করা হলে, ঘটনাস্থলে আসা ওই পুলিশ অফিসারের বিরুদ্ধেও পক্ষপাতিত্ব এর অভিযোগ এনেছেন অভিযোগকারী।যদিও পুলিশের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। আক্রান্ত আইনজীবী মুকুল বিশ্বাস জানিয়েছেন – “বিষয়টি পুলিশের বিভিন্ন আধিকারিকদের জানানো হয়েছে। পুলিশ যথাযথ ব্যবস্থা না নিলে হাইকোর্টে রিট পিটিশন দাখিল কর হবে।